অহংকার
- আব্দুল ওহাব

অর্থ সম্পদ অঢেল হলে
অহঙ্কারী হয়,
অহঙ্কার যে করলে কেহ
জীবন হবে লয়।

এই জগতে কোন কিছু
চিরস্থায়ী নয়,
যুগ-যুগান্তর অহংকারী
হইছে শুধু ক্ষয়।

অহংকার ও তাচ্ছিলতায়
দেখায় যারা বল,
হঠাৎ একদা পাবে তারা
অহংকারের ফল।

অর্থের তরে অহং নীতি
বাড়ায় শুধু ক্ষোভ,
প্রয়োজনের তুলনায় কেউ
করবে না'কো লোভ।

পর কল্যাণে থাকলে কেহ
রেখে গুণীর রেশ,
মরণ হবার পর মনুষের
কৃতী হয়না শেষ।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।