ঘৃণার জীবন
- আব্দুল ওহাব
অমন মানুষ কেউ হয়ো না
কাটতে হবে দাড়ি,
ছলের জীবন গড়লে বাউল
গান শানাবে জারি।
হাজার কোটি লক্ষ টাকায়
ভরে না যার হাঁড়ি,
অমন পুরুষ না হয়ে ভাই
সেজো হিজলা নারী।
লোক ঠকিয়ে গড়লে তুমি
হাজার শিল্প গাড়ি,
মরার পরে কোথায় নিবে
তোমার টাকা বাড়ি?
সুন্দর জগৎ না চিনে যেই
ধন গড়ায় রয় মত্ত,
মানব জাতির ধিক্কার নিয়ে
কূল হারা হয় সত্ত্ব।
মরণ বেলায় সব পড়ে রয়
ধন লাগে না কাজে,
দেশের লোকে বলে তখন
লোকটি ছিল বাজে।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।