কল্যাণকামী
- আব্দুল ওহাব
সব মানুষে সুখ খুঁজে পায়
নারীর অসীম দানে,
মানব জীবন মধুর করে
ভালোবাসার টানে।
নারী জাতি স্রষ্টার অপার
কল্যাণকামী সৃষ্টি,
স্বামী সংসার সুখী করতে
রাখে মায়ার দৃষ্টি।
জীবন চলার পথে নারী
সঙ্গীর যোগায় শক্তি,
নারী মানেই মায়ের জাতি
করি সবাই ভক্তি।
নারী ছাড়া এই পৃথিবীর
মূল্য নাহি কোন,
নারী মাতা বোন ও কন্যা
বোকা মানুষ শোন।
মা সেজে এই নারী জাতি
বৃদ্ধি করে বংশ,
সম্মান করি জগৎ জোড়া
মেনে দেহের অংশ।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।