ব্যথা
- আব্দুল ওহাব
বিদায় বেলা মনের ব্যথা
বাজাই ব্যথার সুরে,
চিনচিন করে খোঁচায় যেন
হৃদয় অন্তঃপুরে।
ব্যথার সুরে বাজে আমার
আর্তনাদের ধ্বনি,
কেউ শোনেনা কেউ বোঝেনা
যেন আজব শনি।
ব্যথার হুলে মরে যাবো
হৃদয় শুধু কাঁদে,
তোমায় ছাড়া আমার জীবন
পড়ছে মরণ ফাঁদে।
তোমার বিদায় হবার পরে
বাড়ছে হৃদে ব্যথা,
ভুলো না-গো এই জীবনে
ভালোবাসার কথা।
হাজার স্মৃতি কেমনে ভুলি
কষ্ট জমাট বুকে,
যেথায় থাকো এই জগতে
সদাই থেকো সুখে।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।