ধর্ষক!
- আব্দুল ওহাব
নারী গর্ভের পুত্র সন্তান
বড় হবার পরে,
মানুষ রূপী দানব সেজে
নারী ধর্ষণ করে!
ধর্ষক হলো এই সমাজের
নিকৃষ্ট কীট ব্যক্তি,
মানব নামের কুলঙ্গারদের
জীবনে নাই দীপ্তি।
সমাজ চ্যুত করতে হবে
ধর্ষক হলে কেহ,
মানব গুণে শুন্য তাদের
ফানুস রূপী দেহ।
ধর্ষক হলো চরম পাপী
দেখায় পেশির শক্তি,
এই পৃথিবীর কোন মানুষ
দেয় না তাকে ভক্তি।
ধর্ষক পেলে সমাজ মাঝে
বয়কট করো সবে,
মায়ের জাতি নারীরা ভাই
সবাই ভালো রবে।
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।