গাঁয়ের শোভা
- আব্দুল ওহাব
পুকুর ডোবা খালের পাড়ে
গ্রাম চিনলে না তুমি,
ঘুরে বেড়াও সুখের আশে
পর্বতমালা ভূমি!
গাঁয়ের মাঝে বাঙালি নদ
ভাটির পথে চলে,
প্রভাত বেলা পাখপাখালি
মনের কথা বলে।
বিলের মাঝে শাপলা দেখে
জুড়িয়ে যায় আঁখি,
খালের জলে উড়ে বেড়ায়
নানা রঙের পাখি।
খুব সকালে পুব আকাশে
ওঠে রঙিন রবি,
শিশির ভেজা শ্যামল ঘাসে
ভাসে গ্রামের ছবি।
গ্রামের লোকে সহজ অতি
মিলমিশিয়ে থাকে,
অমন শোভা পাবে কি আর
শহর ঘেরা বাঁকে?
৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।