ভণ্ড
- আব্দুল ওহাব

আপন স্বার্থে মানুষ যখন
বিসর্জন দেয় নীতি,
বুঝবে তখন সেই মানুষের
হৃদয়ে নাই প্রীতি।

মানব রূপে চললেও তারা
রয়না তাদের ধর্ম,
স্বার্থের নেশায় পাগল তারা
করে অসৎ কর্ম।

হৃদয় তাদের পশুর মতো
থাকেনা তার মায়া,
চলা ফেরায় সাধুর মতো
ছদ্মবেশী হায়া।

সমাজ দেশে সেসব মানুষ
কুড়িয়ে নেয় ঘৃণা,
অন্যায় করে লোকের কাছে
বাড়ায় শুধু দেনা।

মানব তরে সেসব লোকের
অবদান নাই কিছু,
ছল-চাতুরী তাদের পেশা
ঘোরে অর্থের পিছু।


৩১-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।