মৃত্যুময় শশ্মানের কোলাহল
- মিলন সব্যসাচী

ক.
অতৃপ্ত তৃষাকে আমি ছুঁয়েছি
তৃষা ছুঁয়েছে আমার হৃদয়।

খ.
নিয়তিকে হারাতে চেয়ে নিজেই
নিয়তির কাছে হেরে গেছি বারবার।

গ. পৃথিবীতে সব চেয়ে যন্ত্রণাময় বিষাদ
খুব কাছে থেকেও দূরে থাকা।

ঘ.
বাইরে পরিপাটি একাকী জীবন
ভেতরে খণ্ড মৃত্যুকেই স্বাগতম জানায়।

ঙ.
স্বপ্নের আকাশে জ্বলে সুকতারা
ঘুম ভাঙলে ঢেকে যায় হীম কুয়াশায়।

চ. একাকিত্বের সংসার আর-
নরক কুণ্ডের মাঝে পার্থক্য নেই।

ছ.
নিঃসঙ্গ জীবনের নিষ্ঠুর নীরবতা ভেঙে
জেগে থাকে মৃত্যুময় শশ্মানের কোলাহল।

জ.
স্মৃতির সাঁকো পেরিয়ে যাই বহুদূর
দেখি শৈশব কৈশোরের শবদেহ পড়ে আছে।

ঝ.
আমাকে ত্যাগের পথ প্রদর্শন করে
ভোগের ব্যাকরণ পাঠে মগ্ন তুমি।


০১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।