স্বপ্নের বাংলাদেশ
- আব্দুল ওহাব
নতুন বছর স্বপ্ন সবার
গড়বো এমন দেশ,
যে দেশেতে থাকবে না'কো
সৈরাচারীর রেশ।
ঘুষ বানিজ্য অবিচার সব
হবে এবার নাশ,
সবাই মিলে শান্তি সুখে
করবো দেশে বাস।
দেশের স্বার্থে কেউ করবোনা
হানাহানি আর,
সবাই মিলে দেশটি গড়বো
ঐক্যে নেবো ভার।
রক্তে কেনা সোনার দেশে
ভরে উঠবে সুখ,
কেউ পবেনা আমার দেশে
আর কোনদিন দুখ।
সকল মতের সকল মানুষ
সবাই মোরা ভাই,
জীবন-মরণ সব অবস্থায়
দেশটি মোদের ঠাঁই।
কবিতার মূল বিষয়বস্তু:
কবিতাটা "স্বপ্নের বাংলাদেশ" নিয়ে লেখা। কবি চাচ্ছেন, নতুন বছরে সবাই মিলে একটা আদর্শ দেশ গড়বে, যেখানে থাকবে না কোনো অবিচার, ঘুষখোরি, সৈরাচার। সবাই শান্তিতে থাকবে, দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ হবে।
ব্যাখ্যা:
(১)_নতুন বছর স্বপ্ন সবার গড়বো এমন দেশ..._
কবি বলছেন, নতুন বছরে সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখছেন।
(২)_যে দেশেতে থাকবে না'কো সৈরাচারীর রেশ..._
যে দেশে কোনো স্বৈরশাসক থাকবে না, কারো উপর জুলুম হবে না।
(৩). _ঘুষ বানিজ্য অবিচার সব হবে এবার নাশ..._
ঘুষ, দুর্নীতি আর অবিচার সব কিছু দূর হয়ে যাবে কবি েম।ন আশা পোষণ করেন।
(৪). _সবাই মিলে শান্তি সুখে করবে দেশে বাস..._
সবাই মিলে শান্তিতে দেশে থাকবে, যেখ্নে কোন ভেদাভেদ থাকবেনা।
(৫) _দেশের স্বার্থে কেউ করবোনা হানাহানি আর..._
দেশের স্বার্থে কেউ আর নিজেদের মধ্যে ঝগড়া করবে না।
(৬). _সবাই মিলে দেশটি গড়বো ঐক্য নেবো ভার..._
সবাই মিলে দেশ গড়বে, ঐক্যবদ্ধ থাকার তগিদ দিয়েছেন ।
(৭). _রক্তে কেনা সোনার দেশে ভরে উঠবে সুখ..._
বাংলাদেশ রক্ত দিয়ে কেনা, এখানে সবাই সুখে থাকবে।
(৮). _কেউ পবেনা আমার দেশে আর কোনদিন দুখ..._
দেশে আর কেউ কষ্ট পাবে না।
(৯). _সকল মতের সকল মানুষ সবাই মোরা ভাই..._
সব ধর্ম-মতের মানুষ ভাই ভাই।
(১০). _জীবন-মরণ সব অবস্থায় দেশটি মোদের ঠাঁই..._
দেশই আমাদের সব, জীবন-মরণ সবকিছু দেশের জন্য।
শেষ কথা :
কবিতাটা খুবই মেসেজমূলক আর প্রেরণাদায়ক। দেশের জন্য সবাই এক হওয়া, শান্তিতে থাকা, অবিচার দূর করা—এই মেসেজগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে ।
০১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।