স্বপ্নের বাংলাদেশ
- আব্দুল ওহাব

নতুন বছর স্বপ্ন সবার
গড়বো এমন দেশ,
যে দেশেতে থাকবে না'কো
স্বৈরাচারীর রেশ।

ঘুষ বাণিজ্য অবিচার সব
হবে এবার নাশ,
সবাই মিলে শান্তি সুখে
করবো দেশে বাস।

দেশের স্বার্থে কেউ করবোনা
হানাহানি আর,
সবাই মিলে দেশটি গড়বো
ঐক্যে নেবো ভার।

রক্তে কেনা সোনার দেশে
ভরে উঠবে সুখ,
কেউ পবেনা আমার দেশে
আর কোনদিন দুখ।

সকল মতের সকল মানুষ
সবাই মোরা ভাই,
জীবন-মরণ সব অবস্থায়
দেশটি মোদের ঠাঁই।


০১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০১-২০২৬ ২৩:২২ মিঃ

অসাধারণ লিখেছেন

আব্দুল ওহাব
০৩-০১-২০২৬ ১১:২৯ মিঃ

আন্তরিক ধন্যবাদ