স্বপ্নময় দেশ
- আব্দুল ওহাব

মাতৃ মতো দেশটি আমার সবুজ রূপী রেশ
সোনা ফলা পলি মাটির নিত্য ভোরের দেশ।
কৃষক থাকে হাসিখুশি ভোরের পাখির গান
হাজার নদী, পানির স্রোতের কলকল তান।

মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা রক্তের ইতিহাস
হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান সবার বসবাস।
কর্মসংস্থান শিক্ষা শান্তির করব অঙ্গিকার
উন্নয়নে করব সবাই প্রযুক্তির ব্যবহার।

হিংসা-বিদ্বেষ হানাহানি না ঘটুক আরবার
দুর্নীতি ও অনিয়ম সব পুড়ে হোক ছারখার।
সাম্যবাদ ও ন্যায় বিচারে বাঁধা হবে সব দূর
মর্যাদাশীল বঙ্গের জাতি বাজবে গানে সুর।

বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে রবে গৌরব গাঁথা জাতি
বলবে সবাই স্বপ্নময় দেশ ভ্রতৃবোধে মাতি।
বলতে পারি একদা দেশ ঠিক এমনই হবে
উঁচু মাথায় বঙ্গ জাতি চিরকাল বেঁচে রবে।


০২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৩-০১-২০২৬ ১১:২৮ মিঃ

ধন সুহৃদ কবি ❤️

০২-০১-২০২৬ ২৩:২৩ মিঃ

দারুণ উপস্থাপন