ট্রেন যাবে যে কই?
- আব্দুল ওহাব
ট্রেন চলেছে ভর দুপুরে
টগবগিয়ে যায়,
দু'ধারে তাই কলমি গাছে
দুলছে যেন বায়।
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
ট্রেন যাবে যে কই?
ঐ সীটে মা পড়ছে বসে
কে যেন কী বই?
গাছগাছালি পাশের বাড়ি
ঘুরছে কেন মা?
নদীর জলে ভাসছে দেখো
বালি হাঁসের ছা!
ট্রেনের বাঁশি বাজছে জোরে
দুলছে সবুজ বন,
প্রকৃতির কী অপার শোভা
দেখে জুড়ায় মন।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।