বিচ্যুতি
- প্রসূন গোস্বামী

দাঁড়াও, তিমিরে বিঁধেছে চড়াও বিষের নখ
আমি তো চেয়েছি নিজের ভেতরে নিজের ক্ষয়,
শিরায় শিরায় চিতার আগুন, মিথ্যে শখ—
এখন চরাচর জুড়ে কেবলি পতনের ভয়।

ফিরিয়ে নিয়েছ দু’হাত তোমার, রিক্ত কায়া
পিছল সিঁড়িতে চুঁইয়ে নামছে লোনা আঁধার,
স্মৃতির ওপরে ঘুণ ধরে গেছে, চেনা সে ছায়া—
এখন আমায় ডাকছে কেবলি ধ্বংসের পার।

ভেঙেছি নিয়মে, গড়েছি দহন রক্তিম নীল
মাটির পৃথিবী ক্রমেই সরছে পায়ের তলা,
আকাশে ওড়ে না শুভ্র কোনোও ডানার চিল—
এখন কেবলি আড়ালে আবডালে কুৎসিত বলা।

ভ্রান্তি বিলাস সেরেছি নিজেই দু’বেলা ধরে
ভিতরে বাহিরে বেড়েছে কেবলই চড়া সুদের ঋন,
আমি তো তলিয়ে যাচ্ছি নিজেরই লবন-জলে—
এখন তো তুমি আসবে না আর, শেষ যে দিন।


০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।