আহবান
- আব্দুল ওহাব
দেশের সকল কলম যোদ্ধা
তরুণ কবির দল,
অপরাধে নহে মস্তক নত
তোমরা মোদের বল।
কলম ধনুকে কালির গোলায়
কামান করিয়ে তাক,
দুর্নীতি আর অবিচার সব
দাও নিপাতের ডাক।
কলম চলুক রুখতে জুলুম
লেখায় উঠুক ঝড়,
জাগ্রত করতে মানব বিবেক
কলমে না থাক ডর।
তোমার লেখায় দুর্নীতি সব
অনল দাহন হোক,
লিখন তুফানে বিনাশ ঘটুক
অনাচারী সব লোক।
সত্যের পথে উড়িয়ে কেতন
প্রতিবাদে রাখি শির,
আসুক যতই বাধার তুফান
লেখায় ছুটুক তীর।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।