প্রতিবাদ
- আব্দুল ওহাব
থাকবো না আর বদ্ধঘরে
রুদ্ধ নয়তো হাত,
অত্যাচারীর নিপাত ঘটুক
কেটে তিমির রাত।
জুলুম আচার ধ্বংস করতে
লড়াই শুরু হোক,
একজনের হক অন্যজনে
করবে কেন ভোগ?
জুলুমকারীর মুখোশ খোলো
করবে না কেউ ভয়,
তাদের মুখোশ খুললে পরে
সবার হবে জয়।
নবীন প্রবীণ সবাই মিলে
ঐক্য গড়া চাই,
রক্ষা করি নিজ অধিকার
সবাই জাতি ভাই।
সমাজের লোক বুঝে গেছে
জুলুমকারীর ছল,
সবাই মিলে ঐক্য গড়লে
বাড়বে জেনো বল।
ভেঙে ফেল ঐ অত্যাচারী
জুলুমবাজের হাত,
দুর্নীতি আর মিথ্যাচারের
করে সব উৎখাত।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।