সুখের মুলুক
- আব্দুল ওহাব
দুঃখ গুলোর পুঁটলি বাঁধি
যা ছিল ভাই পুঁজি,
দুঃখ-কষ্ট না পেয়ে কেউ
সুখের মুলুক খুঁজি।
নতুন বছর আসলো ফিরে
সবার ঘরের দ্বারে,
একটু হাসি সুখ-দুখের গান
উপহার দেই তারে।
দেবার মত মোদের হাতে
আর কিছু কী আছে?
ছেলেমেয়ে চল ছুটে চল
বলবো তাহার কাছে।
পুরাণ বছর যাচ্ছে চলে
মোদের থেকে দূরে,
নতুন বছর জড়িয়ে নেই
দুখ সখ গানের সুরে।
বিষয়বস্তু: কবিতাটি নতুন বছরের আগমন উপলক্ষে অতীতের দুঃখ ভুলে নতুন বছরে সুখের প্রত্যাশা নিয়ে রচিত।
(১) প্রথম স্তবক
- "দুঃখ গুলোর পুঁটলি বাঁধি যা ছিল ভাই পুঁজি..."
- কবি বলছেন, অতীতের দুঃখগুলোকে পুঁটলি বেঁধে ফেলে নতুন বছরে সুখের সন্ধানে যেতে চান।
- "সুখের মুলুক খুঁজি" - নতুন বছরে সুখের প্রত্যাশা।
(২) দ্বিতীয় স্তবক
- "নতুন বছর আসলো ফিরে সবার ঘরের দ্বারে..."
- নতুন বছর সবার ঘরে ফিরে এসেছে, তাই সবার উচিত মিষ্টি হাসি দিয়ে তাকে বরণ করা।
- "মিষ্টি হাসি সুখ-দুখের গান দেই উপহার তারে" - নতুন বছরে সুখ-দুঃখের গল্প শোনানোর আহ্বান।
(৩) তৃতীয় স্তবক
- "দেবার মত মোদের হাতে আর কিছু কী আছে?"
- কবি বলছেন, নতুন বছরে দেওয়ার মতো আমাদের হাতে তেমন কিছু নেই, শুধু ছেলেমেয়েরা মিলে একসাথে নতুন বছরের প্রত্যাশা জানাতে পারে।
(৪) চতুর্থ স্তবক
- "পুরাণ বছর যাচ্ছে চলে মোদের থেকে দূরে..."
- পুরানো বছর চলে যাচ্ছে, তাই নতুন বছরকে সাদরে বরণ করে নিতে হবে।
- "নতুন বছর জড়িয়ে নেই দুখ সখ গানের সুরে" - নতুন বছরকে গান ও সুখের মাধ্যমে বরণ করার আহ্বান।
*সারাংশ:* কবিতাটি নতুন বছরের আগমনে অতীতের দুঃখ ভুলে নতুন বছরে সুখের প্রত্যাশা নিয়ে রচিত। কবি ছেলেমেয়েদের নিয়ে নতুন বছরে সুখের সন্ধানে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।