আশার আলো
- আব্দুল ওহাব
বছর ঘুরে আবার এলো
নতুন বছর ফিরে,
সুখের দেখা মিলবে দেখো
গরীব দুখীর নীড়ে।
জয় করিবো বিশ্ব ভুবন
ভালোবাসা দিয়ে,
গরীব-দুঃখীর খবর নেবো
বুকে টেনে নিয়ে।
হিংসা-বিদ্বেষ হানাহানি
সবাই যাবো ভুলে,
আপন স্বার্থ বলি দেবো
বিশ্ব ভুবন কূলে।
নতুন বছর নতুন আশা
ফুটবে নব আলো,
এই জগতের সকল লোকে
থাকবে সদা ভালো।
০৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।