সালাম লও হে রাসূল (সাঃ)
- আব্দুল ওহাব

এই উম্মতের সালাম লও হে প্রিয় রাসূল (সঃ)
উম্মাতি উম্মাতি গানে মাতোয়ারার বুলবুল।
তোমার রওজায় দরুদ পাঠাই মদিনার কূলে
রোজ হাসরে আমায় তুমি যেয়ো না'কো ভুলে।

আমি তোমার গুনাগার উম্মত শাফায়াত চাই
মহান প্রভুর বিচারের বেলা তোমায় যেন পাই।
তোমায় পেয়ে ধন্য ধরা ওগো পথের দিশারী
তোমার প্রেমে পাগল আমি হতে চাই ভিখারি।

জাহেল যুগে জন্ম নিয়ে দূর করেছো আঁধার
কন্যা হত্যা অবিচার সব পাঠাছিলে পরপার।
তুমি বিনে রোজ হাসরে উপায় নাই আমার
তোমার শাফায়াত পেলে ভয় করব না আর।

আকাইদ ও নৈতিক জীবনে দিয়েছো শিক্ষা
তোমার অনুসরণে তা থেকে পেয়েছি ভিক্ষা।
আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এই ধরায়
তুমি প্রেরিত রাসূল সন্দেহ নাই বিশ্বজোড়ায়।

তুমি করেছিলে সব অন্যায়-জুলুমের উচ্ছেদ
উম্মুক্ত করেছিলে মোনাফেক ও মূর্তির ভেদ।
মানুষের হিদায়াত পেতে রেখেছ সব অবদান
তুমি ছিলে মানুষের জন্য মহান রবেরই দান।


০৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।