সবুজ ঘাসের সাদাকষ্ট
- মিলন সব্যসাচী
আজ অবেলা এ কোন আলো আঁধারির খেলা
অস্থির আতঙ্কে আদিম অস্তিত্ব আঁতকে ওঠে
কে তুমি কোকিলার কন্ঠে ডাকো ফাগুন বলে?
ফাগুনের দিন ফুরালে প্রকৃতি গায় ঝরা পাতার গান
বসন্ত বাউরির পালকে জড়ায় ধূসর রঙের বিবর্ণ স্বপ্ন
সবুজ ঘাসের সাদাকষ্টে একাকার হয় একাকি জীবন।
আমার নি:সঙ্গ নিবাসে জোনাক জ্বালে সন্ধ্যাপ্রদীপ
কষ্টের কার্নিশ ছুঁয়ে নামে রিক্ত-রাতের নীলাধার
এখানে স্বপ্নের সফর সঙ্গী হয়ে কখনও আসেনি কেউ?
আমার এই জরাজীর্ণ নিবাসের দ্বি-খণ্ডিত দেয়ালে
একটি মুমূষু মাকড়সা সারাদিন ঘুমের ঘ্রাণ শোঁকে
রোজ রাতে দু’টি আরশোলা সঙ্গম সুখে নৃত্য করে।
দখিনের জানালায় দুলে ওঠে আবক্ষ বিদীর্ণ দীর্ঘশ্বাস
নন্দিপাড়ার মুক্ত মাঠের অন্তর ফুঁড়ে ক্রমশ উঠে আসে
নন্দিপাড়ার মুক্ত মাঠ ঘুড়ে বেদনার্ত বাঙালে উঠে আসে
শুভ্র-কুয়াশার কাফনে মোড়ানো প্রতিশ্রুতি পঁচাগন্ধ।
পুরনো পুস্তকের ভাঁজে গুমরে কাঁদে আহত গোলাপা
নাক উঁচু করে পাপড়ি পরাগে ভালোবাসার গন্ধ শুঁকে
পাষান পৃথিবী দন্তবিহীন চোয়ালে ব্যাঙচির সুরে হাসে!
০৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।