হে মাটি, তোর কপালে টিপ নেই
- প্রসূন গোস্বামী
এখন কেবল আঁধার ঘোরে, শ্মশান জাগে বুকের কাছে,
সবুজ চিরে রক্ত ওড়ে— মানুষ কোথায় লুকিয়ে আছে?
আমি তো সেই বনের কবি, শহর খুঁজি হাহাকারে,
দেশটা কি আজ বিকারগ্রস্ত? শেকল টানে অন্ধকারে।
ধর্ম এল খড়্গ হাতে, বুদ্ধি গেল নির্বাসনে,
উন্মাদনা নাচছে দ্যাখো— বিষের চারা রোপণ মনে।
যেথায় ছিল দোয়েল-শ্যামা, সেথায় আজ হিংসে ওড়ে,
সোনার মাটি পুড়ছে আজই অবোধ জেদের তপ্ত পোড়ে।
অবনী, তুমি বাড়ি আছো? দোরটা খোল এখনই তো,
বাইরে কেবল ধ্বংস দেখি, সময় বড় বিষণ্ণ গো!
দেশটা কি আজ তলিয়ে যাবে মূর্খতার এই গভীর জলে?
আগুন দিয়ে ঘর পুড়িয়ে— শান্তি কি আর তাতে মেলে?
ফিরিয়ে নে তোর উগ্র তিলক, ফিরিয়ে নে তোর অন্ধ চোখ,
মানুষ হয়ে বাঁচতে শেখা— এই তো ছিল আসল শ্লোক।
পতন দেখি চারিপাশে, মড়ক লাগে স্বপ্নেও যে,
ধ্বংসরথে সওয়ার জাতি, মরছে চেনা আপন খোঁজে।
০৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।