ভেজাল হাঁড়ি
- আব্দুল ওহাব
হাট বাজারে পণ্যে মেশায়
ভেজাল কাড়ি-কাড়ি,
আয়রে সবাই নওজোয়ানে
ভাঙি ভেজাল হাঁড়ি।
গুড়ে ভেজাল তেলে ভেজাল
মধু পাই না খাঁটি,
সবজিতে বিষ খাদ্য ভেজাল
চূর্ণি ভেজাল ঘাঁটি।
ভেজালকারী লোভ লালসায়
চায় সভ্যতার ধ্বংস,
আস্তাকুঁড়ে নিক্ষেপ করবো
খুঁজে তাদের বংশ।
আপন স্বার্থে অসৎ মানুষ
ভেজাল নেশায় মাতে,
সভ্যতার নাশ ডাকছে যেন
ধ্বংস হবে তাতে।
ভার্চ্যুয়াল এক সিণ্ডিকেটের
ভেজাল গুদাম পূর্ণ,
সবাই চলে নওজোয়ান দল
ভেজাল করি চূর্ণ।
১৬-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।