মহৎ হৃদয়
- আব্দুল ওহাব
শত্রুর ঘরে লাগলে আগুন
মন আনন্দে বাঁচি না,
ভয়াল আগুন নিভায় সবাই
মনে একবার যাচি না।
কেমন মানুষ হৃদয় ফানুস
সৃষ্টির সেরা বুলিতে,
অমানিশা দেখে শত্রুদের
শান্তি ছোঁয়াও ঝুলিতে!
অমন লোকের শ্রেষ্ঠ মানুষ
দাবি করা ভাই সাজে না,
মহৎ মানুষ মুখের ভাষায়
শব্দে বাদ্য বাজে না।
আগ্নি শিখায় জল ঢালে যেই
শত্রুর বাড়ি পোড়াতে,
শ্রেষ্ঠ মানুষ বলব তাকেই
স্রষ্টার এই ধরাতে।
অন্যের কষ্টে কাঁদলে হৃদয়
হোক ন সে'জন শত্রু,
মানুষের গুণ তাতেই খুঁজব
মানবতা যার কত্রু।
১৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।