নগ্নপাদ মানুষের স্তোত্র
- প্রসূন গোস্বামী
এখন আর কোনো অলৌকিক সিঁড়ির দিকে হাত বাড়াতে ইচ্ছে করে না,
বরং এই মাটির ধুলোবালি, আর নখের কোণে জমে থাকা
কিছুটা আদিম ময়লা— আমার কাছে বেশি পবিত্র মনে হয়।
শোনো, আমি কোনো পাথরের দেবতাকে অহেতুক ভয় দেখাতে আসিনি,
কিংবা স্বর্গের চাবির লোভে কোনো জীর্ণ কপালে সেজদাও দিচ্ছি না।
আমি কেবল ক্লান্ত।
আমি কেবল মানুষের ঘামের গন্ধে এক অদ্ভুত ঘ্রাণ পাই—
যা তোমাদের ধূপকাঠি কিংবা চন্দনের চেয়েও অনেক বেশি সজীব।
তোমরা যখন ধর্মের উজ্জ্বল আলখাল্লায় নিজেদের ঢেকে রাখো,
আমি দেখি সেই কাপড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কিছু শিকারী চোখ।
আমি বরং এই নগ্নতায় অভ্যস্ত হতে চাই।
আমি চাই— মানুষের মতো ভুল করতে,
মানুষের মতো কাঁদতে,
আর মানুষের মতোই একদিন নিঃশব্দে ঝরে যেতে।
ঈশ্বর যদি থাকেন, তবে তিনি আমার ওই ছেঁড়া জামার পকেটেই আছেন,
যেখানে কোনো নিয়ম নেই, কোনো কঠিন অনুশাসন নেই,
আছে শুধু একমুঠো অবাধ্য ভালোবাসা।
আমি ধার্মিক হতে গিয়ে অমানুষ হতে শিখিনি—
আমি শুধু মানুষ হতে চেয়েছি;
খুব সাধারণ, খুব তুচ্ছ, খুব বিষণ্ণ এক মানুষ।
২০-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।