প্রলয়ের কণ্ঠ
- আব্দুল ওহাব
আমি বহ্নি সর্বভুক পিপাসিত আত্মা
আমি আগ্নেয়গিরির সুপ্ত প্রলয় কাণ্ড
অশুভ ধরিত্রী আমার দংশনে হবে ভস্ম
ভস্মিত ছাইয়ে ওড়াবো পাপী প্রেতাত্মা।
অশুভ আস্ফালন করে দেবো ছারখার
আমি উন্মাদ প্রলয় ঝঞ্ঝা এই ধরিত্রীর!
আমি চঞ্চল চপলা ছন্দতে দেই দোল
আমি ঘূর্ণি কণ্টকাকীর্ণ মর্দিত বস্তির।
আমি ভাঙবো শোষণের সব শৃঙ্খল
আমি জাগাব নিপীড়িতের হৃদে অগ্নি
ভস্মিত করে অন্যায় অবিচার করি চূর্ণ
যেথা অবিচার সেখানেই জ্বালাব বহ্নি।
অগ্নি দহনে আমি হৃদয়কে করি শুদ্ধ
অবিচার দেখে লিখনি খঞ্জর হয় ক্রুদ্ধ।
আমি বিদ্রোহী জ্বলন্ত অগ্নিশিখা রূপী
অনাচার দেখে কভু থাকি না চুপি-চুপি।
২১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।