বনের রাজা
- আব্দুল ওহাব
সিংহ আসে তেড়ে
চলে কেশর নেড়ে,
বনের মাঝে ডাকল সভা
মনের কথা বলেে।
দরবার সভা চলে!
করব দফারফা
আজকে হবে সভা,
বনের রাজা কে হবি বল
তেজ ভরা কার মন
চালাবে কে বন?
বন-জঙ্গলের তালুক,
দায়িত্ব চায় ভালুক,
আমি হবো বনের রাজ
দাঁত খিচিয়ে বলে,
অজগড়ি ছলে!
সিংহ অনেক চলাক
ভাবছে সবে পালাক
কেউ পারবি না রাজা হতে
বন ছেড়ে সব পালা,
সয় না তোদের জ্বালা!
২১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।