মরণ-উৎসবের ভোট
- প্রসূন গোস্বামী
ঐ শোন রে ভাই, দানব হাসে শ্মশান-চিতার পাশে,
ভোটের নামে যমদূতেরা অট্টহাসি হাসে!
রক্তে রাঙা ব্যালট-পেপার, অশ্রু-ভেজা মাটি,
গণতন্ত্রের লাশের ওপর শকুনিরা দেয় পাটি।
বিপ্রদাসের ভাঙা কুটিরে আগুন জ্বলে ঐ—
মা লক্ষ্মী আজ গৃহহারা, অন্নদাতা কই?
মাধবপুরের মণ্ডপে আজ ত্রাসের রাজত্ব,
ভোট দিতে কি বিসর্জন দেয় মানুষের সতীত্ব?
শঙ্খ বাজে না সন্ধেবেলায়, উলুধ্বনি স্তব্ধ,
চারিদিকে শুধু বুটের আওয়াজ আর বোমার শব্দ!
ভয়ার্ত আঁখি গোকুল দাসের, কাঁপছে থরোথর—
নিজের ভিটেয় পরবাসী সে, পর হয়েছে ঘর।
হিন্দু কি সে? মুসলিম কি? মানুষ কোথায় তবে?
পশুরা মেতেছে আজ এই খুনের উৎসবে!
ভোট নয় এ তো, রক্ত-তিলক কপালে আঁকার খেলা,
শান্তি-পায়রা ডুকরে মরে, নামছে আঁধার বেলা।
জাগো রে যুবক, জাগো রে জনতা, রুখো এই অবিচার,
মানুষের অধিকারে কেন বসবে যমের দ্বার?
ভাঙো রে তলোয়ার, মোছো রে অশ্রু, আনো সেই দিন—
মানুষ যেখানে থাকবে নির্ভয়, মুক্ত ও ঋণহীন!
২৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।