নিষিদ্ধ মন্দির
- সায়েল আচার্য
ওহ, সে কী মন্দির! যেখানে মুক্তির দোয়ার নেই!
নির্জীব কতগুলি পোকা ছড়িয়ে ছিটিয়ে রক্ত খাচ্ছে
বাস করছে অহরহ , তবু বলিবেনা মুক্তির দ্বার;-
মন্দির চত্বরে রয়েছে সমাধি, রয়েছে চিতা ভস্ম।
তবু কোন্ পাগল ছুটে যায় সিন্দুকের খোঁজে,
গোপন চাবির ঠিকানায় গোলক'ধায়ায় ভেসে ভেসে
রয়েছি আমি সেখানে ব্যস্ততার প্রাঙ্গণে;
রক্ষা করিছে বিষাক্ত ভিঙ্গুলের চাক সদরে।
ভেসে আসে শীতল বায়ু ছমছমে মন্দিরের গায়ে
যেন অশরীরীর অনুভূতি, পিছু হতে ধাওয়া করে;-
বলে যায় কল্পবিদরা রয়েছে সেখানে অপ্রাকৃত দানব
গ্র্যনাইটের খাঁজে করছে বাস, রয়েছে বিদেহীর গুঞ্জন।
চারপাশে রয়েছে সব দ্বৈব রাশি; নিষিদ্ধ মন্দিরের ভিতর
তাকে ঘিরে রয়েছে গল্প; শুরু হয় সূর্যাস্তের পর।।
২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।