শেষ বিদায়
- সায়েল আচার্য

সেই চায়ের দোকানে বসে তুমি আর আমি;
বইয়ের পাতায় সিগারেটের চাহনি আমার মনকে চুরি করেছিল
এনেছিল স্বপ্ন কদম ফুলের মতো তোমার শেষ হাসিটা;-
মনের সুখকে কেড়ে কোন্ অজান্তে নিয়েছিল
আঁচলে পরা ফুলের শেষ কলিটা দিয়েছিল এক নিঃশ্বাস;
শেশ বিদায়! শেষ বিদায়! চোখের পলকে—
নিমিষে মিলিয়ে গেলে শীতের সেই কুয়াশায়
হে সখী, আবার কী দেখা হবে এই বসুধায় ?

তোমার ঠিকানায় লেখা অজানা এই নামটি—
আমার মনের পাখিকে হুলুস্থুল বেঁধে দিয়েছিল।
দিয়েছিল এক নাম না জানা ভয় আগামী বসন্তে
কোথায় হারিয়ে যাওয়া তুমি কী আসবে আবার ?
আমার মনের কোঠরে জানান দিতে শেষ বিদায়;
এই ছোট্ট পরিসরে আঁকা চায়ের কাপে চুমুক দিতে দিতে।।


২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।