যৌনতা
- সায়েল আচার্য
কী আছে তারি মধ্যে; কেবলি দুটি অঙ্গের মিলন;
সুখের চাহিদা বড়ই নির্ভেজাল_বীর্য-যৌনির স্থূলন
মনের মানুষ খুঁজে ফিরে, সবকিছু যেন জল্পনা;-
রূপের খিদে চায়না বসন, চায় শুধুই নগ্ন পরিসর।
তব তুমি তাকেই ঘুরে ফির_যেথায় আছে বীর্যের গন্ধ
তাকেই তুমি আশ্রয় দেও_আছে যেখানে যৌনতার বর্জ।
চলে যায় সুখের নাকছাবি, সবই নষ্ট ফুলের রেণু
বিজাতীয় এই পথিমধ্যে রয়েছে শুধু উত্তেজনার চিহ্ন,
জলের মত পবিত্র তন_জানি কবে হয় অচ্ছুত বিদিশা
চাঁদের কলঙ্ক সেথায় ডুবে যায়—
যেখানে উর্জা জন্ম দেয় এক অবাঞ্ছিত প্রাণের_
যে জন্ম হিতে চারিদিকে দেখে শুধু নামহীন দুর্গন্ধ
পরিচয়ের নামে সে শুধু দেখায় রাস্তার আস্তাকুঁড়ে—
ক্ষণিকের অনুভূতির সেই যৌনতা জন্ম দেয় এক অবৈধকে।।
২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।