কারো হৃদয়ে আছি
- পাপন বসুনিয়া

কারো হৃদয়ে বসে আছি—
নিঃশব্দে, ভাড়াটিয়ার মতো,
কোনো দাবি নেই,
তবু ছাড়ার কথাও উঠছে না।

এই বসে থাকা
কোনো উৎসব নয়,
বরং বিকেলের ছায়ার মতো—
আছে, অথচ চোখে পড়ে না।

হৃদয়ের ভেতরে
একটা বাতাস বইছে—
সেখানে আমার নিঃশ্বাস
অচেনা হয়ে যাচ্ছে ধীরে।

আমি জানি,
এই থাকা অনিশ্চিত—
ঠিক যেমন নদীর ধারে
বালি জমে, আবার সরে যায়।

তবু এই মুহূর্তে
আমি আছি—
এটাই যথেষ্ট—
বাকি সব প্রশ্ন পরে।


২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৬-০১-২০২৬ ০১:২৪ মিঃ

বাহ্ চমৎকার লিখেছেন
বেশ ভালো লাগলো

পাপন বসুনিয়া
২৬-০১-২০২৬ ১০:২৪ মিঃ

আপনার মন্তব্য সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে। আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।

২৫-০১-২০২৬ ২২:৩০ মিঃ

প্রিয় পাঠক, লেখা সম্পর্কে আপনার মতামত জানালে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।