মুক্তি
- সায়েল আচার্য
আমি লঘিব মুক্তির স্বাদ বারেবারে এই পৃথিবীর তরে_
জল স্থল পৃথিবীর করুণাস্থি সদা কাপিবে মোর সদাচারে
মুক্ত আমার হৃদয় পথিক তব মুক্ত আমার প্রাণ;
হৃদয় দুয়ারে সম্মিলিত বিহ্বল; মুক্তি আমার তান।
আমি দেখিবনা সেই পথহারা শিশুর মায়াকান্না
জন্ম তারে কলেবর; শুধু চারিদিকে রয়েছে বিষাদ—
আমি নিরঙ্কুশ এই পৃথিবীর মায়াজালে ধরেছি আকুল হৃদয়;
রক্তের স্বাদ কত মিষ্ট, লাগিছে তাহা অম্লমধুর।
ক্ষীণ আমারি প্রাণ'ই তব লীন আমারি দান
যতই ঘুচাই প্রাণের জ্বালা দ্বীন সদা তথা অম্লান—
তবু মৃত্যুর তেজ জন্মের দরবারে খানিকটা বিভেদ
আগ্রাসী মন আমার খুঁজতে চায় মুক্তির স্ফটিক;
যদি কভু না ফিরি একটিবার মনে ভেবে নিও তুমি
মুক্তির সংবাদ তোমার আঙ্গিকে গড়ে তুলবে নতুন আমি।।
২৬-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।