প্রশ্নবোধক
- রফিক হাসান ১৩-০৫-২০২৪

ফোঁটা ফোঁটা করে তুমি ক'ফোঁটা মানুষ?
বাজালে মোহের বীন কতোটা স্বাধীন?
সাপের ফণার মত দুলে উঠে হুঁশ,
ফোঁটা ফোঁটা করে তুমি ক'ফোঁটা মানুষ?

উপুড় আয়না জলে মেটে কি কলুষ
বোধের ঝাপসা চোখে চিরায়ত দিন ;
ফোঁটা ফোঁটা করে তুমি ক'ফোঁটা মানুষ?
বাজালে মোহের বীন কতোটা স্বাধীন?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।