বিশ্ব ভালোবাসা দিবস
- দ্বীপ সরকার

বিশ্ব ভালোবাসা দিবস,
এ এক মহামিলনের দিন;
দেখিস উদ্ভিদের মতোন পিল পিল করে
গজিয়ে উঠবে ভালোবাসারা ;
খুনসুটির ঘনঘটায় সাঁতরিয়ে বেড়াবে
ঝাঁকে ঝাঁকে কপোত-কপোতির শিহরিত পালক।
আমি নিথর যুবক,দেখতে দেখতে
কেটে যায় যাক একাকীত্বের পালা।

আমি বিশ্বাস করিঃ
ভালোবাসার কোন দিন ক্ষণ নেই , দিবস নেই ;
ভালোবাসা বেঁচে থাকবে
মানুষে মানুষে, মননে মননে,
যুগে মহাযুগে,কালে কালান্তরে ;
সমুদ্রের ফেনার মতোই ভাসমান।
-     -     -    -    -    -   -   -    -    -
লেখাঃ১৪ই ফেব্রুয়ারি/২০১৫ইং।
সকাল ৯টা, গয়নাকুড়ি, বগুড়া


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।