আমাদের এখানে বসন্ত এলে
- দ্বীপ সরকার

আমাদের এখানে বসন্ত এলে
ষোড়শীর ঠোটে জমে ফাগুনের রং,
অন্তরজুরে হাওয়ায় হাওয়ায় ছোটে
নতুন প্রেমের আনাগোনা।
বসন্তরা এলেই যৌবনবতী হয়ে ওঠে ধূসর অরণ্য,
মৃতপ্রায় বৃক্ষের শরীরে গজাতে থাকে
নতুন প্রজন্মের শিকড় বাকড়।
আমফুল আর বড়ই কলির মৌ মৌ
গন্ধে পৃথিবীশুদ্ধ তৃপ্তির ঢেউ তোলে
বেচারি কোকিলের দল,
কোকিলের শীতভোলানো কুহু কুহু গানে
শীতে জমে থাকা মানুষগুলো
কেবলি আড়মোড়া দিয়ে ওঠে।
ইরি ধানের উপচে পড়া সবুজ
উদোম হয়ে পড়ে থাকে খানেক দুর গেলেই।
দুপুরের খইফোটা রোদেরা ডানায় মেখে ফুলের রং
বসন্ত মিছিলের করে আয়োজন।
এক দুনিয়া শীত পার করে ফের
পুকুরের ঘাটে জড়োসড়ো হতে থাকে
চোখের আড়াল হওয়া অবুঝ শিশুদের দল।

লেখাঃ ১৯/২/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।