তবু যেনো তুমিতে থাকিনা
- দ্বীপ সরকার ২০-০৫-২০২৪

তোমার ঠোঁটের ধারে বাঁকা চাঁদ
ঝুলে থাকতে দেখি,
চোখের ধারে অনাবিল আশ্রয়
গহীন থেকে গহীনতর হতে দেখি,
কি যে অপরূপ ডুবে যাওয়া
তোমার নীলচে চাহনীর বাঁকে
আমার প্রকাশ হওয়া ভাবনাদের,
তবু যেনো তুমিতে
থাকতে পারিনা আমি
আমার অস্তিত্বের সংকটে।

এই তোমাকে ভেবে ভেবে
মূর্ছা  যাওয়া ইচ্ছে পাথর
ঘষে ঘষে খানিকটা জ্বলে উঠি ;
এই তোমাকে ভেবে ভেবে
পোয়াতি মেঘচোখে বৃষ্টি স্নাত
হতে হতে সয়ে যাই প্লাবন,
তবু যেনো তুমিতে
থাকিনা কখনো সখনো।

লেখাঃ ০৬/৩/১৫ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।