সকালটা পুনঃমুদ্রিত হোক
- দ্বীপ সরকার ২০-০৫-২০২৪

কবিতার মলাটের মতই
আজকের এই সোনা ঝরা সকালটা
পুনঃমুদ্রিত হোক।

বিভোল রাত কাড়িয়ে
ঝিঁঝিঁ পোকার আস্তিন ঝেরে যে রোদ
খসে
খসে
পড়ে নারিকেল পাতার ফাঁকফোঁকর দিয়ে
বাঁশ ঝাড়ের নিসর্গ
ছুঁয়ে
ছুঁয়ে
পৃথিবীর পথঘাটে রেশমি আলোক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।

শিশিরের ডাগর চোখ চুঁইয়ে একদা
ঝরেছিলো ইলশেগুড়ি স্বপ্ন
ময়ূরপঙ্খী পানসির মতই
হেঁটে
হেঁটে
কিষাণ মজদুরের কাছাকাছি
পরতে পরতে ধানসিঁড়ি সুখ
সয়ে
সয়ে
থমকে থাকে পথের বালক
আজকের সকালটা পুনঃমুদ্রিত হোক।
লেখাঃ ৩০/৪/১৫ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।