আমি প্রেমিক হবো
- দ্বীপ সরকার

আমার মন বলে
একখন্ড পাথর এনে দে,
আঘাত খেলে খেলে
বুকের পাঁজরে ফুল ফুটাবো
আমি প্রেমিক হবো।

আমার ঠোঁট বলে
একটুকরো নীল এনে দে,
উষ্ণতায় জড়িয়ে বাঁকা চাঁদ
আকণ্ঠজুরে মেখে নেবো।
আমি প্রেমিক হবো।

আমার চোখ বলে
জলধোয়া শ্রাবণ এনে দে,
সিক্ততায় জড়িয়ে পদ্মা মেঘনা
সুখের সরবর বানবো
আমি প্রেমিক হবো।

আমার কন্ঠ বলে
নীলকাঠির বাঁশি এনে দে,
রাতজাগা ঠোঁট বুলিয়ে
পিরিতির সুর সাধাবো
আমি প্রেমিক হবো।

লেখাঃ ১২/৫/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।