সেও আমার কবিতা
- দ্বীপ সরকার

দুঃখ সলিলে ভাসতে ভাসতে
নিরঙ্কুশ জয়ী হও তীরে,
আর মেহনতি শ্রমের ঘাম
অহংকারে মুছে ফেলো অকপটে
সেও আমার কবিতা।

চৌত্রের পিঠে চড়ে
এই তো একটা চিলেকোঠা রোদ
সহস্র কষ্ট রেখে চলে গেলো
সেও আমার কবিতা।

যে দুঃখিনী মায়ালতা
ভালোবাসাকে করেছিলো আপন
গোপনে দুঃখজলে মিশে গেলো,
সেও  আপাতত কবিতা।

প্রেম যাকে ছুঁতে চায়
নিরন্তর এড়িয়ে চলার কৌশলে
অদ্ভুদ ব্যাকরনের চোখ খুলে যায়
এটাকেও ইদানিং কবিতা,ই
বলতে চাই, বলবোই।

কবিতাকে কবিতার মত করে
গড়ে তুলেতে পারিনা
কাদামাটি জলে লেপ্টে যায়,ভেস্তে যায়,
কবিতা তেমন হয়ে না উঠলেও
হচ্ছে তো জনম জনম।

লেখাঃ ২৬/৫/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।