এবটি ভালোবাসা একটি নিমগাছ
- দ্বীপ সরকার

ভালোবাসি বলতেই
নিমের তেতো এসে
বিষকে করে অগ্রাহ্য-
নিমগাছটা অন্তরেই বাড়ে,
অন্তরেই কাঁপায় ধ্বনি।

ওহে নিম!
ইদানিং
ভালোবাসি বলতেই
তোমার ঔরষজাত ' বিষ '
ভাই ভাই হয়ে যায়... ।

লেখাঃ ১৫/৬/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।