মেঘ বর্ষার কাব্য
- দ্বীপ সরকার
মেঘেরা আবৃত্তি করে করে
বরষার সুর তোলে
উঠোনে সানবাঁধা ঘাটে-
নীলচে ডানা মেলে
কদম্ব ফুলে ফুলে ।
ছামিয়ানা আকাশ পানে
তাকিয়ে
কাদাজল মাখিয়ে
ওড়াউড়ি করে চিল,
এবং বিচলিত হাঙরের শিং
করে জলপান ভেতরে ভেতরে ।
বর্ষার শরীরে এতো জল -
গোপনে এসে ভিজিয়ে দেয়ার ছলে
কুমারী পৃথিবীতে খানেক সময়
জলকেলিতে
আহা ! কি যে লজ্জা,
চকিত অনুভবে অজস্র বৃষ্টি
মানব সমাজে এসে
উগড়িয়ে দেয় সভ্যতার বর্ষণ।
লেখাঃ ২৭/৫/১৫ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৯-০৭-২০১৫ ১১:০১ মিঃ
বর্ষার শরীরে এতো জল -
গোপনে এসে ভিজিয়ে দেয়ার ছলে
কুমারী পৃথিবীতে খানেক সময়
জলকেলিতে
আহা ! কি যে লজ্জা,
চকিত অনুভবে অজস্র বৃষ্টি
মানব সমাজে এসে
উগড়িয়ে দেয় সভ্যতার বর্ষণ।
খুবি প্রাঞ্জল ভাষায় শ্রুতিমধুর কবিতা্্্্্ মুগ্ধতা রেখে গেলাম কবি বন্ধু

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।