নদীর আছে জল
- দ্বীপ সরকার ২০-০৫-২০২৪

একদা হাঁটছিলাম নদীর তীরে..
তীর বোঝাই অজস্র রোদ,
নদীটা বালুচরে গা ভাসিয়ে
দৈনন্দিন চৌচির হচ্ছে।
কি যে খটখটে তাম্রলিপির বালুকাময়
অজৈবিকতার চিকচিকে দাবদাহ!
নৌকোর মাস্তল আটকে অাছে ভাগ্য নিয়ে- তীরে।
ছাগল ভেড়ার ছুটোছুটি দিনমান,
ঘাটের ভিখিরি আস্তিন ঝেড়ে
ছায়া খোঁজে অগত্যা।
|
মন ভালো নেই নদীর।
নাব্যতা হারিয়ে মেহনতি মেজাজে
ঘুমহীন নদী বেশ্যার মতন
একলা পড়ে থাকে।
কেউ নেই। মাঝি নেই, ইলিশ নেই,
বহমান স্রোত নেই।
|
তৈলাক্ত কষ্টেরা নিছক পিচ্ছিল অনুভবমাত্র!
উপলব্ধির পিঠে এখন ভিজে যাওয়া সুখজ শ্রাবণ।
|
হে ভেড়া ও ছাগলের দল!
তোমরা ঘাঁস চিবিয়ে জীবন বাঁচাও,
নদীর বুক মাড়িয়ে, চৌচির শরীরে
ছুটোাছুটি করে তাবৎ
সবুজ গিলে খাও অনায়াসে,
এখন তোমাদের দিন শেষ -
নদীরও আছে জল,
সুখ প্রবল
শ্রাবণ এসে ঢেউ নাচাবে,
গভীর অতল।
|
লেখাঃ ১০/০৭/১৫ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।