ছোট হবে হও
- দ্বীপ সরকার ২০-০৫-২০২৪

তুমি ছোট হবে হও,
তবে ছোট হতে হতে
তুমি পিপিলিকা বনে যাবে ভাবিনি।
নিশ্চিত অহমিকা
মানুষকে পিপীলিকা বানায় জেনো।

তুমি যতোটা জোসনা মাখো গায়ে
যতোটা ধ্রুবতারা মাখো বিকশিত আঁচুলে,
নিশ্চিত পুড়ে যাবে-রৌদ্র যেভাবে
পোড়ে নিজ নিজ অভিজ্ঞতায়।

তুমি ক্ষুদ্রাকৃতি হতে হতে
মধ্যাহ্নভোজি দাড়কাকের মতোন
নেশা মাখিয়ে খদ্দের যাপন করো রজনীতে
এরচে দারুন অরুচিতেও
সমাপনি গল্পের পুনরাবৃত্তি শোনা ভালো।
তোমার রুপবিকানো গল্পো
কারো না কারো রক্তক্ষরণ ঘটায়।

আর কতোটা ছোট হলে
তোমার অজানাগুলো
নোটিশ ঝুলাবে।

লেখাঃ ২২/১০/১৫ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।