অভিমান ভাঙলে
- দ্বীপ সরকার ২০-০৫-২০২৪

তোমার দীঘল কেশ জানে
আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে
গাঢ় অন্ধকার,

তোমার স্বপ্নীল চোখ জানে
নয়নে নয়ন রাখলে
সেমিকোলনে আটকে থাকে
মায়ার ভিড়।

শুধু অভিমান ভাঙলে
তোমার সে চোখে, সে চুলে
আড়িপাতা গল্পের দিন
ভেসে ওঠে।

লেখাঃ ২০/১২/১৫ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।