চার দশকের বাংলাদেশ
- দ্বীপ সরকার
চার দশকের বাংলাদেশ
ভোরে এসে উঠোনে দাঁড়ালে
তুমি আমি মিলিত হই মানচিত্রে।
সবুজাভ আলপথে শিশিরের
বেনামে অংকুরিত হওয়া দেখে
তোমার আমার জন্ম নয় - জেনো।
অথচ এই সোনাভরা দেশে
রক্তচোষা রাক্ষুসীদের আনাগোনা দেখে
গনতন্ত্র আটকে থাকে অগত্যা।
বাংলাদেশ!
তুমি ওখানেই নিঃশ্ব হতে হতে
মানচিত্র খুবলে খাবে একদিন।
এ আমার সন্দিহান প্রলাপ নয় - জেনো।
লেখাঃ ২৭/১/২০১৬ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।