মনে নেই
- দ্বীপ সরকার ২০-০৫-২০২৪

মনে নেই

দ্বীপ সরকার

মনে নেই
কবে যে ধানক্ষেতে গিয়েছিলাম,
মনে নেই
কখন কবে একটুকরো ভোরের শিশির
শরীরে লেগে বলেছিলো
" আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে,,

স্মৃতি বিজরিত মাঠ,
সারি সারি হাওয়ার ক্রেচ,
পেঁচাদের বিবৃতি দেয়া লেজগুটানো শিষ,
আমার মনে নেই।

এই পেশাদারিত্বের দেয়ালের মাঝে
এ্যরোসলের ঘ্রাণে,
আদি সভ্যতা থেকে
শৃঙ্খল যাপন করি এখন।

লেখাঃ ২৫/৩/১৬ইং
-----------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।