কাল যেনো অকালেই না হারায়/ দ্বীপ সরকার
- দ্বীপ সরকার

সময় আসে সময়ের গর্ভ থেকে খুঁড়ে খুঁড়ে
এক বাটি ইতিহাসের সওদা নিয়ে
কথা হয়, গল্প হয়,প্রেম হয়,প্রনয় হয়,
অতঃপর খোসা পড়ে রয় শেষে।
সময়গুলো বিলীন হতে থাকে জ্যামিতির কাছে ;
কারন জ্যামিতিও ইদানিং সময় চিনে
সরল রেখায় হাঁটে।

দিনকে দিন মুখস্থ্য করি ন্যানো সেকেন্ডের
গতিবিদ্যা,
কি যে স্টাইলে চলে সময় - চলতেই থাকে।
সময় গলিয়ে ইতিহাস হয়,
ইতিহাস মানেই খাম ভর্তি হয়ে
ঘটনার সিথানে পড়ে থাকা।
কিছু কথা,কিছু গল্পো বিনিময় হলে
দিনের চলে যাবার সময় আসে ।
এর ফাঁকে সময়ের হাত ধরে প্রেম শিখি,
গান ধরি হারিয়ে পথ খোঁজার।

ভোর এলে গিলে খাই গহীন রাতের জল
দিন এলে পাঠ করি রৌদ্রের সারাংশ,
এভাবেই সময়ের তীর ক্রমশঃএগোতে থাকে।

সময় চলুক সময়ের ধ্যান চিরে-
দেখো, কাল যেনো অকালেই না হারায়।

লেখাঃ২৯/৬/১৬ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।