জীবণ নদীর তীরে
- মুন্না খান মতিউর - বাঁধন হারা কবি ১২-০৫-২০২৪

বড় অচেনা লাগে
চেনা এ তোমায়
চেনা সে তোমায়
শুণ্যে হারায়।
অচেনা তুমি, অচেনা পথে
বহু দুরে তব বাস
নিরাশার বুকে ভরিয়ে দিলে
ব্যাথা যে একরাশ।
বড় বেশি মনে পড়ে
স্মৃতি গুলো আসে ফিরে
ভাবনা আমার তোমাতে বন্ধু
জীবণ নদীর তীরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।