দেখি বৃথা লম্ব
- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১২-০৫-২০২৪

*দেখি বৃথা লম্ব*
---------------------------------
* আমি নির্বাক আমি স্তম্ভ
ঘুরে ফিরে তার তরে
দেখি বৃথা লম্ব,
শুনি কার কথা বলো
করি নিজে নিজ দম্ভ
খুড়ে খুড়ে যাবো মরে
দেখে বৃথা লম্ব।
সবশেষ ভুল বেশ
হারিয়েছি সম্বল,
অবশেষ নিজ দেশ
হাতে লয়ে কম্বল।
আমি নির্বাক আমি স্তম্ভ
ঘুরে ফিরে তার তরে
দেখি বৃথা
আক্ষেপে আক্রোশে লম্ব।
শুনি কার কথা বলো
করি নিজে নিজ দম্ভ।
এখানে :- লম্ব <>উঁচু, দম্ভ <>বড়াই।
.......... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).........

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।