চেনা পথ হারিয়ে গেছে
- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১২-০৫-২০২৪

চেনা পথ হারিয়ে গেছে
-----------------------------------------------
* আকাশে বজ্র ভ্রমে ঝঙ্কার বাজিয়ে
ওঠেছে পূর্ব উর্ধ্বে রবি,
বাতায়নে পুষ্প ক্রমে সুগন্ধি মাঝে
লুটেছে প্রেমবন্ধে কবি।
বাচ্চারা করে হুল্লোড়ে ছুটাছুটি
শৈশব ধরে লুটোপুটি
পাখিরা মুহুতানে ব্যস্ত,
আগেকার দিন মাঠের প্রান্ত হতে ফিরে আসতো
রৌদ্র প্রখরে পরিশ্রমিক কৃষ্ণ বর্ণের
ছাইরঙা গেরস্ত।
বতর্মান প্রেক্ষিতে গেরস্তের সঞ্চিত
লাঙ্গল, জোয়াল, নেই
নেই যে চাষের গরু,
কালের বিবর্তনে প্রযুক্তি এসেছে
হচ্ছে টাক্টরে আবাদ শুরু।
আজকাল প্রযুক্তি করছে হাতের কাজ
মানব হচ্ছে অলস,
খেয়া ঘাটে আর রমনীরা আসে না
পুর্ণ করিতে কলস।
অনন্তহীন ইচ্ছা হয়ে গেছে সদা
এক অনর্গল কিচ্ছা,
শুধু হলো না আর আমার প্রেমের।
সপ্তস্বর্গ বাসর,
লীলা বালি লীলা বালি গানের স্বরে
জমলো না আর আসর।
এখন ডিসকো প্লেয়ার ইংলিশ ক্লিয়ার
প্রযুক্তিটার সুত্র,
আজ মহৎ কাজটা ও ভুলে গেছে
বিশ্বের জাতি গোত্র।
আমার চেনা পথটা ও হারিয়ে গেছে আজ
আর পাই না খুজে সচরাচর
অই নকশীকাথার আল,
এখন পাথর কংক্রিটে হচ্ছে পাঁকা
প্রাচীন রেখা মুছে দিয়ে আধুনিকতায়
এখন উন্নয়নে প্রযুক্তিটার কাল।
....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।