মহাজুনের জুলুম
- মুহাম্মদ জে.এইচ (রপ্পি) ১২-০৫-২০২৪

* ময়মনসিংহের ভাষায় কবিতা *
মহাজনের জুলুম
--------------------------------------------------
* সাত পাঁচ দেহাইয়া নয় ছয় কইরা
গলা চাইপা ধরলাইন মহাজন
আমি ত মইরা যাইয়াম
মহাজন গলা ছাড়েন
আজ্ঞে সুধের পয়সা নিছি মুই
ফাঁহি ত দিছি না,
মহাজন অভাবে অভাবে কষ্ট হগ্গলের
মাইয়ার বিয়াডা দিছি কাইল।
মহাজন আমার বন্দের সবডি দলিল
আনহের টেনই আছে ,
ক্ষেতের কোণাত বুতইয়া বুতইয়া
দুইডা আমের চারাও আছে।
হাজারটা কাঁচা পয়সা দিছুইন
সবডি এক টেইকয়া আদলি,
আনহে চাইছুনডা কি ক্ষেত দেলতাম হাজারটা কাচা পয়সার বদলি।
মহাজন সপ্তাহ খানেক সময় চায়তাছি
আনহের পয়সা দিমু ফিরত,
জোহের মত শুষয়া খাইবান কি চাইছুন
আমার নাইগ্যা বুঝি মুরদ।
মহাজন বিপদ বুঝইয়া চুরি ধরবাইন
গরীব মানষের গলাত,
তাইলে ত দেহি সমাজের মাইঝে গরীবের
বেকায়দা হউব চলাত।
মহাজন বলে আইছ্যা গেন্দুর বাপ
শেষবার সময় দিলাম তরে,
তবে সময় গেলে গা দলিল পাইতে না
চাইলে পেয়াদা দিয়া তুলবাম
তর পিঠের ছাইল।
শত কষ্টের বিনময়ে গেন্দুর বাপে
পয়সা করলো শোধ,
মহাজন দিলো দলিল পিরাইয়্যা
দিলে রাইখ্যা ক্ষুদ।
ওঠতে বয়তে মহাজনের পাপ
কুমন্ত্রনায় বলে শালা তুই আসলে আস্ত একটা নির্বোধ।
....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।